যেকোন SIM এর Call List বের করুন | how to get call details of any mobile number |

যেকোন SIM এর CALL LIST বের করুন 



 বর্তমানে আমরা সবাই কিন্তু স্মার্টফোন ইউজ করি। আমাদের যোগাযোগের প্রধান মাধ্যম হলো আমাদের হাতে থাকা স্মার্টফোন, তো আমরা কিন্তু এই স্মার্ট ফোন দিয়ে বিভিন্ন কোম্পানির সিমের মাধ্যমে কল করে থাকি আমরা কিন্তু কল লিস্ট গুলো সেভ করে রাখি না এগুলো হয়তো অটোমেটিক ডিলিট হয়ে যায় অথবা কখনো কখনো আমরা কিন্তু ডিলিট করে দিই।এখন যদি আপনার কাছে প্রশ্ন করা হয় যে আপনি 1 বছর আগে আপনার এই স্মার্টফোনটা দিয়ে কবে, কখন, কাকে কল করেছিলেন এবং তার সাথে কত মিনিট কথা বলেছিলেন সেটা যদি জানতে চাওয়া হয় তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না।

কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা ট্রিক্স দেখাবো যেটা দেখার পরে আপনি কিন্তু আপনার মোবাইলে কবে কখন কতক্ষণ কোন নাম্বারে কল করেছিলেন সেটা কিন্তু জানতে পারবেন, আপনি কিন্তু চাইলে একদিন থেকে 1 বছর পর্যন্ত যে কোন সিমের কল লিস্ট খুব সহজে বের করতে পারবেন। যে অ্যাপ্লিকেশন টা দিয়ে আপনারা কল লিস্ট বের করবেন তার ডাউনলোড লিঙ্ক টা ও দিয়েছে।

E2PDF একটা ওপেন করে নেবেন তারপর নিচে দেখবেন PDF BACKUP অপশন টা দেখা যাচ্ছে,এই অপশনে গিয়ে Click to Continue ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার কাছে কিছু পার্মিশন চাইবে, আপনি কিন্তু সেই সমস্ত পারমিশন গুলো Allow করে দেবেন।

 তারপর কিন্তু আপনার সামনে নেক্সট পেজ টা চলে আসবে এখানে কিন্তু অনেক অপশন আপনি দেখতে পাবেন তো এগুলো থেকে আপনাকে General call Log অপশনটা বেছে নিয়ে ক্লিক করতে হবে। এবার কিন্তু আপনার সামনে Call log Details অপশন টা চলে আসবে। 

এখানে কিন্তু আপনি চাইলে ডেটটা সিলেট করতে পারেন অর্থাৎ আপনি কতদিনের Call History দেখতে চান, ততদিনের Date কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। তারপর আপনাকে Call log Details অপশনটা সিলেক্ট করে নিয়ে একটা PDF ফাইল তৈরি করতে হবে। আর সেই জন্য আপনাকে ফাকা যায়গাটায় একটা যেকোন নাম দিতে হবে, তারপর Export to PDF ক্লিক করতে হবে। 

তারপর কিছুটা লোডিং হওয়ার পর দেখবেন একটা ফাইল তৈরি হয়ে গেছে, এই ফাইলটা খুললেই দেখতে পাবেন আপনার ফোনের সমস্ত Call Details, কবে কোথায়, কখন, ফোন করেছিলেন। সবকিছু সহজে দেখতে পাবেন

এই অ্যাপটা আপনি চাইলে Play Store থেকে ডাউনলোড করতে পারেন। কিংবা আমি নিচে ডাউনলোড লিঙ্ক দিয়েছি সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন।

APPLICATION DOWNLOAD LINK :-



Post a Comment

0 Comments